অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম ছবি ও ভিডিও এখন তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রায়ই এখন দৃষ্টিভ্রম ছবি দেখা যায়। যাতে হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা। এসব ছবি-ভিডিও সমাধানে অবশ্য মস্তিষ্কের বিকাশ ঘটে।
দৃষ্টিভ্রম ছবি হচ্ছে ব্যক্তিত্ব পরীক্ষা। অদ্ভুত ছবি চোখে পড়ার পর চোখ ছলছল করে। প্রথম দেখায় কী দেখতে পান বা বুঝতে পারেন, এর ওপর ভিত্তি করে লুকায়িত বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করা যায়। এসব ছবি মনোবিজ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়।
এছাড়া দৃষ্টিভ্রম ছবি-ভিডিও এক ধরনের ধাঁধার মতো। নির্দিষ্ট একটি ছবি হওয়ার পরও এর উত্তর ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ফলে একজনের উত্তরের সঙ্গে অপরজনের উত্তর মিলে না। আর নেটিজেনরাও বেশ মজা পেয়ে থাকেন তা সমাধান করে। উত্তর অনুযায়ী অনেক সময় সরলতা ও চিন্তাশক্তির ক্ষমতাও প্রকাশ পায়।
সম্প্রতি এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দুটি প্রাণী রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ছড়িয়ে পড়া সেই ছবিটিতে দুটি অর্থ কিংবা উত্তর রয়েছে। ব্রাইড সাইডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রথমে প্রকাশ করা হয়েছে ছবিটি। ছবিতে থাকা দুটি প্রাণীর মধ্যে প্রথম দেখায় আপনি কী দেখতে পাচ্ছেন―এর উত্তরই বলে দেবে কতটা প্রভাবশালী ব্যক্তিত্ব আপনার?
প্রথমে যদি ব্যাঙ দেখেন: ছবিতে তাকাতেই যদি প্রথম দেখায় ব্যাঙ দেখতে পান, তাহলে আপনি অনেক সরল ও সৎ। ভিডিওতে বর্ণনাকারী ব্যাখ্যা করেছেন, প্রথম দেখায় ব্যাঙ দেখতে পাওয়া ব্যক্তিরা অন্যদের সঙ্গে সৎ ও সরল থাকার চেষ্টা করেন। এ ধরনের মানুষ আত্মবিশ্বাসী, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হয় বলে মনে করা হয়।
যদি ঘোড়া দেখতে পান: প্রথম দেখায় অনেকেই অবশ্যই ঘোড়া দেখতে পেয়ে থাকেন। এ ধরনের মানুষ সমালোচনামূলক স্বভাবের হয়ে থাকেন। কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আগে তারা নিজ থেকেই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে পছন্দ করেন। অর্থাৎ, এ ধরনের মানুষ হচ্ছে বিশ্লেষণাত্মক স্বভাবের। আপনি এ স্বভাবের মানুষ হলে আপনি অন্যদের মতো ভাবেন না, নিজের মতো করে ভাবতে পছন্দ করেন। এছাড়া পরিস্থিতি অনুযায়ী নিজের পছন্দে সিদ্ধান্ত নিতে পারেন।