Breaking News

ইন্টারভিউতে কখনোই এসব ভুল করবেন না, দেখেনিন একনজরে

চাকরির আগে ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হতে হয় প্রায় সবাইকেই। কিছু সাধারণ ভুল আছে যেগুলো বেশির ভাগ চাকরিপ্রার্থী করে থাকেন। চলুন তবে জেনে নেয়া যাক সেই ভুলগুলো সম্পর্কে আর নতুন বছরে ইন্টারভিউ বোর্ডে এগুলো এড়িয়ে চলুন-

অগোছালো পোশাক পরবেন না
ইন্টারভিউতে কখনোই অগোছালো বা ইন্টারভিউয়ের সঙ্গে সামঞ্জস্য নেই, এমন পোশাক পরে যাবেন না। ফর্মাল এবং পরিচ্ছন্ন পোশাক পরে ইন্টারভিউ দিতে যান। এটি আপনাকে সবার সামনে পরিপাটি এবং বুদ্ধিমান হিসেবে উপস্থাপন করবে।

মোবাইল ফোন ব্যবহার করবেন না
ইন্টারভিউয়ের সময়ে মোবাইল ফোন কল বা মেসেজের রিপ্লাই দেবেন না। এসময় ফোন ব্যবহার করলে বোঝা যাবে যে, আপনি কোনো ধরনের ইন্টারভিউ এটিকেট জানেন না। ইন্টারভিউ শেষ হওয়ার আগ পর্যন্ত ফোন সাইলেন্ট মোডে রেখে দিন। যারা আপনার সাক্ষাৎকার গ্রহণ করছেন, তাদের দিকে সবটুকু মনোযোগ দিন।

কাজের প্রতি আগ্রহ না দেখানো
ইন্টারভিউ বোর্ডের সামনে আপনি নিজেকে কীভাবে উপস্থাপন করছেন সে বিষয়ে সতর্ক থাকুন। আলোচনায় অংশগ্রহণ করুন এবং আগ্রহের সঙ্গে প্রশ্নের উত্তর দিন। চিন্তা করে উত্তর দিন এবং প্রয়োজন হলে বিরতি নিন। চাকরির প্রতি আপনার আগ্রহটুকু যেন আপনার কথায় প্রকাশ পায়। কাজের প্রতি উদাসীনতা দেখালে তারা আপনাকে শুরুতেই বাদ দিতে পারেন।

পূর্ববর্তী বস সম্পর্কে নেতিবাচক কথা বলবেন না
অনেকেই নতুন চাকরিতে গেলে পূর্ববর্তী বস সম্পর্কে নেতিবাচক কথা বলেন। এ ধরনের ভুল করবেন না। যদি কোনো অভিযোগ থাকেও, সেটি নিজের ভেতরে চেপে রাখুন। কারণ যখন আপনি ইন্টারভিউ বোর্ডে পূর্বের বস সম্পর্কে বদনাম করবেন, তখন আপনি তাদের চোখে নেতিবাচক একজন মানুষ হিসেবে দেখা দেবেন। যে কারণে সম্ভাব্য চাকরিটি হাতছাড়াও হয়ে যেতে পারে।

About admin

Check Also

টুথপিক ব্যবহার করেন? দাঁতের কতটা ক্ষ’তি করছেন এর ফলে দেখেনিন

অনেককেই টুথপিক (দাঁতের খিলাল) দিয়ে দাঁত খোঁচাতে দেখা যায়। মূলত দাঁতের ফাঁকা আটকে থাকা খাবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *