Breaking News

গরম পানি দিয়ে গোসল করবেন না যে কারণে, জেনে নিন

শীতকালে গোসল করতে অনেকের অনীহা। গোসল করলেই ঠাণ্ডায় শরীর থরথর করে কাঁপে, সেই সঙ্গে আসে জ্বরও। অনেকেই শীতের কয়েকটা মাস গরম পানি ছাড়া গোসলই করেন না। কিন্তু গরম পানি দিয়ে গোসল করা শরীরের জন্য কতটা ভালো, না খারাপ সেটা আমরা খেয়ালও করি না।

কিছু না জেনেও আমরা গরম পানি ছাড়া গোসলের কথা একমুহূর্ত ভাবতেও পারি না। কিন্তু গরম পানি দিয়ে গোসল করা শরীরের জন্য কতটা ক্ষতিকর সেটা জেনে নিন।

গরম পানি দিয়ে গোসল করার ক্ষতিকর দিক

১. একটানা গরম পানি দিয়ে গোসল করলে ছেলেদের ফার্টিলিটি কমে যায়। ছেলেরা দীর্ঘ সময় গরম পানি দিয়ে গোসল করলে সন্তান হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা যায়।

তাই ছেলেদের সবসময় ঠাণ্ডা পানি দিয়ে গোসল করা উচিত।

২. সমীক্ষায় দেখা গেছে, প্রচণ্ড ঠাণ্ডায় গরম পানি দিয়ে গোসল করলে হঠাৎ করে হার্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এমনকি হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা বাড়ে। তাই যাদের হার্টের সমস্যা রয়েছে তারা ভুলেও গরম পানি দিয়ে গোসল করবেন না।

৩. গরম পানি দিয়ে গোসল করলে ত্বকের আদ্রর্তা কমে যায়। যার ফলে ত্বক রুক্ষ হয়ে যায়। এর ফলে ধীরে ধীরে ত্বকের সৌন্দর্য হ্রাস পায়। তাই প্রয়োজন না পড়লে গরম পানি দিয়ে গোসল করা বন্ধ করে দিন।

৪. ঠাণ্ডা পানিতে গোসল করলে শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

তার ফলে নানা ধরনের সংক্রমনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়।

৫. গরম পানি দিয়ে গোসল করলে রক্তচাপে পরিবর্তন দেখা যায়। যাদের হার্টের রোগ আছে তাদের ক্ষেত্রে বড় কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

৬. গরম পানি দিয়ে গোসল করলে মাথা ঘোরা, শরীর দুর্বল এই ধরনের নানা সমস্যা দেখা যায়। গবেষণায় দেখা গেছে, গরম পানি দিয়ে গোসল করলে শরীরের রক্তচাপে হেরফের হয় এবং শরীরে এই ধরনের সমস্যা দেখা যায়।

৭. খাবার খাওয়ার পর ভুল করেও গরম পানি দিয়ে গোসল করবেন না। এতে শরীরে ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যায়।

সূত্র : আজতক বাংলা

About admin

Check Also

টুথপিক ব্যবহার করেন? দাঁতের কতটা ক্ষ’তি করছেন এর ফলে দেখেনিন

অনেককেই টুথপিক (দাঁতের খিলাল) দিয়ে দাঁত খোঁচাতে দেখা যায়। মূলত দাঁতের ফাঁকা আটকে থাকা খাবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *